গত ১৩ ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে উক্ত সংগঠনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
১/ হারুন অর রশিদ সাগর-সভাপতি (প্রতিষ্ঠাতা ও সভাপতি মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ( মাআসাপ) বাংলাদেশ এর মুখপাত্র মায়ের আঁচল পত্রিকা ও জাতীয় দৈনিক এশিয়া বাণী এবং মৈত্রী তৃণমূল বার্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি) ০১৯২২৬৯৩৪০৬।
২/মাজহারুল ইসলাম( আনন্দ টিভি সোনারগাঁ প্রতিনিধি)-সিনিয়র সহ-সভাপতি ০১৭৮৩৪৪৩৭৭৪।
৩/ হাকিম ভূঁইয়া (আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি)- সহ-সভাপতি।
৪/ আতিক আজিজ,সহ সভাপতি- (এমবি টিভির সিনিয়র সাংবাদিক) ।
৫/ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক – (সাধারণ সম্পাদক ফতুল্লা প্রেসক্লাব ও নারায়ণগঞ্জের খবর 24 ডটকমের সম্পাদক) ০১৯২৩৪৯৬৫৫৭।
৬/ আসলাম মিয়া ( দৈনিক ঢাকা প্রতিদিন )-সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ০১৯২৪৯৩০৯৫৯।
৭/দেলোয়ার হোসেন( দৈনিক সময়ের নারায়ণগঞ্জ রিপোর্টার)-যুগ্মসাধারণ সম্পাদক ০১৯৫৫১১২৪৫ ।
৮/ ইমরান আলির সজীব ,সাংগঠনিক সম্পাদক- (দৈনিক আমাদের সময় সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)।
৯/ মোঃ সুমন মজুমদার-সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক(নতুন সময় টিভি চ্যানেল রূপগঞ্জ প্রতিনিধি )০১৭৪৩৭৫৬৬২৯।
১০/ জাহাঙ্গীর ডালিম( দৈনিক ডান্ডি বার্তা) সহ-সাংগঠনিক সম্পাদক ০১৯১১২৯০১৮১।
১১/ নিয়াজ মোহাম্মদ মাসুম, (আমাদের নারায়ণগঞ্জ ডটকম)-অর্থ সম্পাদক ০১৭৫৩৯৭৩৫৭৭।
১২/বদিউজ্জামান,( বিজয় টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি )-আন্তর্জাতিক সম্পাদক ।
১৩/ শেখ আরিফ, (নিউজ বন্দর 24 ডটকম-এর সম্পাদক)- দপ্তর সম্পাদক ০১৯৭৬১০০০২৫।
১৪/ আব্দুল আলিম লিটন ,(নারায়ণগঞ্জের alo.com-)সমাজকল্যাণ সম্পাদক ০১৭১৮০৮৬৬৭১।
১৫/ জি এ রাজু (,দৈনিক রুদ্রবার্তা)- সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ।
১৬/ মোঃ সেলিম হোসেন( নারায়ণগঞ্জের খবর)- প্রচার সম্পাদক।
১৭/ শাকিল আহমেদ ডিয়েল,( নারায়ণগঞ্জের খবর ডটকম)- আপ্যায়ন সম্পাদক ০১৭১১১৬৬৮১৯।
১৮/ রাশেদুল ইসলাম(, দৈনিক ডান্ডিবার্তা)- কার্যকরী সদস্য ০১৬৭৯৪৩৮৫২৭।
১৯/শাকির আহমেদ বাপ্পী,(দৈনিক বিজয় পত্রিকা)-কার্যকরী সদস্য ০১৬৮৫৫৬৪৭০৫।
২০/ সাইফুল ইসলাম সায়েম, (দৈনিক অগ্রবানী প্রতিদিন)-কার্যকরী সদস্য ০১৮৫৫০২৫০১৯।
উপদেষ্টা পরিষদ:-
১/ এম সামাদ মতিন,(সাবেক সভাপতি ফতুল্লা প্রেসক্লাব)-উপদেষ্টা।
২/ সৈয়দ ওবায়েদ উল্লাহ, ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
৩/ সাব্বির আহমেদ সেন্টু ,সম্পাদক চ্যানেল জিরো ও দৈনিক বিজয় পত্রিকা।
উল্লেখ্য,বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের নিয়ে গঠিত সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ‘দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম’। দুই দেশের সাংবাদিকদের সম্পর্ককে অটুট রাখতে কাজ করে যাচ্ছে এই সাংবাদিক সংগঠনটি। দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম’র উদ্যোগে এবার আয়োজিত হয়েছে দুই বাংলা সাংবাদিক মৈত্রী সম্মেলন-২০১৯। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কলকাতার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাওড়া প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি , SATWATA বাংলা টিভির সি ই ও দেবাশীষ কোলে। এতে সভাপতিত্ব করেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও তৃণমূল বার্তা, তৃণমূল টিভি ও হেলো ঢাকা পত্রিকার সম্পাদক আবদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ও পরিচালনায় ছিলেন আন্তর্জাতিক মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর মুখপত্র মায়ের আঁচল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক এশিয়া বাণী, দুই বাংলা মৈত্রী তৃণমূল বার্তা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার স্পেশাল ক্রসপান্ডেড লেখক, সাংবাদিক হারুন অর রশিদ সাগর।
অনুষ্ঠান শেষে অন্যান্য বিশেষ গুণীদের সাথে হারুন অর রশিদ সাগর কে সাহিত্যে ও সাংবাদিকতায় এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম কে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দুই বাংলা মৈত্রী সাংবাদিক সন্মাননা ২০১৯ প্রদান করা হয়।