সাংবাদিক ও সংগঠককে অপদস্থ ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ:- সন্ত্রাসী আইঞ্জীবি হাফিজুর রহমান মাসুদ সাংবাদিক ও সংগঠন সুলতান মাহমুদকে অপদস্থ করে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে। সাংবাদিক সুলতান মাহমুদ বাদী হয়ে ৮ অক্টোবর মঙ্গলবার রাতে ফতুল্লা থানায় অভিযোগ করে। সন্ত্রাসী হাফিজুর রহমান মাসুদ বিএনপি’র কেডার বলে নিজকে জাহির করে বলে জানা যায়। আব্দুল মজিদ ও হাফিস মিজমিজি বাতান পাড়ার অধিবাসী। সিদ্দিরগঞ্জ মিজমিজির আব্দুল মজিদের বখাটে মেয়ে খাদিজা প্রেমের ফাদে ফেলে গোপালগঞ্জের সালমান নামের এক ছেলেকে বিয়ে করে রঙ ঢং করে নি:স্ব করে, প্রতারক হাফিজুর রহমান মাসুদের সহযোগিতায় মিজমিজি কান্দা পাড়ায় বিদেশি ছেলেকে আগের বিয়ে গোপন রেখে কুমারি সেজে বিয়ে করে। এব্যাপারে গোপালগঞ্জের সদর থানায় সালমান বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর মামলা করে বলে জানা যায়।
অভিযোগ সুত্রে, আব্দুল মজিদ (৫২) পিতা- অজ্ঞাত সাং- মিজমিজি বাতান পাড়া, ২) হাফিজুর রহামান পিতা- অজ্ঞাত সাং-সুমিল পাড়া, রেল গেইট সংলগ্ন, আদমজি নগর উভয় থানা-সিদ্দিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ গং নিম্মস্বাক্ষরকারী নারায়ণগঞ্জ আইনজীবি সমিতি ভবনের ২য় তলায় সিড়ির সাথে সাংবাদিক শাহবদ্দিনের সাথে দাঁড়িয়ে কথা বলা থেকে অপহরণের উদ্দ্যেশে ১ ও ২ নং বিবাদী গংরা অশোভ আচরন করে গায়ে ধক্কা দিতে দিতে সেক্রেটারির রোমে নিয়ে আটক করে রেখে অশুভ আচরন, অশ্লীল ভাষা ব্যবহার করে অপমান অপদস্থ করে। হলুদ সাংবাদিক বলে মিথ্যা আক্ষা দিয়ে বলে চাদা বাজির মামলা দিবে, সাংবাদিকতা শিখিয়ে দিবে। দপ্তরবার্তা ও অপরাধ বিচিত্রার পরিচয় দিয়ে ২ নং বিবাদীকে তার ঠিকানা জিজ্ঞাসা করলে সাংবাদিক ফারিয়া রহমান’র সাথে অশোভ আচরন করে এবং নিম্মস্বাক্ষরকারীকে মিথ্যা অপবাদ দিয়ে, তুচ্ছতাছিল্য করে কথা বলে। মিথ্যা মামলা দিয়ে দেখিয়ে দিবে, কালকে আদালতে মামলা করতেছি বলেও হুমকি প্রদান করে ২ নং বিবাদী। এতে নিম্মস্বাক্ষরকারীর মানহানি, সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়। হুমকি দাতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া একান্ত প্রয়োজন মনে করি।